ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরোধিতাসহ বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেওয়ায় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলালকে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা কৃষকলীগের এক জরুরি সভায় ফরিদ উদ্দিন দুলালকে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর