বসন্তকে বরণ করে নিতে, নারীদের প্রতিভা বিকাশে এবং নারী উদ্যোক্তাদের যাত্রা সুগমে সহায়তা করার লক্ষ্যে দিনাজপুরে বসন্ত মেলা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী মেলায় নারী-পুরুষসহ সব বয়সী মানুষের উপচেপড়া ভিড় ছিল। মেলায় কারুকার্য খচিত পণ্য সামগ্রী ও বাহারি রকমের খাবারের আয়োজন সবাইকে মুগ্ধ করে।
রবিবার অনলাইন বেসিক দিনাজপুর গার্লস ক্লাব আয়োজিত এ বসন্তবরণ মেলার সমাপনী হয়। মেলায় কারুকার্য খচিত পণ্য সামগ্রী ও বাহারি রকমের খাবারের আয়োজন নিয়ে হাজির হওয়া স্টলগুলোকে পুরস্কৃত করা হয়েছে।
মেলায় অংশ নেওয়া স্টল মালিকরা জানান, দুদিনের এ মেলায় দিনাজপুরসহ বাইরের মানুষের ব্যাপক সাড়া পেয়েছি এবং আশানুরুপ বিক্রয় হয়েছে।
এর আগে, ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে শনিবার মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস। ভিডিও কনফারেন্সিংয়ে আরো যুক্ত হয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কর্মজীবি পরিষদের সভাপতি ড. শাহিন আল মামুন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের ব্যক্তিগত পিএস আলমগীর হোসেন। মেলায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফিরুল হাসান আব্বাসী।
উল্লেখ্য, দিনাজপুর গার্লস ক্লাবের এডমিন হিসেবে রয়েছেন আফরিন মউ ও আফরোস মাহমুদ বন্না। ইতিমধ্যে ২৫ হাজার সদস্যের পরিবারের এ গ্রুপটি নারী উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। গ্রুপের মডারেটর হিসেবে রয়েছেন আসমা মুন, রেনেসা আলম, তাসপিয়া ও আনোয়ারা স্বপ্না।
বিডি প্রতিদিন/এমআই