বগুড়া ধুনট পৌর এলাকায় আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। রবিবার বিকেলে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ হরতাল আহ্বান করেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ধুনট উপজেলা পরিষদ সড়কে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ধুনট থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন বাবু বাদী হয়ে পৌর মেয়র এজিএম বাদশাহকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে, মেয়রের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে তার সমর্থকরা রবিবার বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মণ্ডল পাবলিক স্কুল মাঠে এক সমাবেশের আয়োজন করে। পুলিশের বাধার মুখে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল আকতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট পৌরসভার কাউন্সিলর রঞ্জু মল্লিক, ফরহাদ হোসেন ও ধুনট স্টুডেন্ট ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোমিন সোহেল। পরে সমাবেশে উপস্থিত নারী-পুরুষ পৌর মেয়রের বাসভবনে যান। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন পৌর মেয়র এজিএম বাদশাহ।
এসময় এজিএম বাদশাহ বলেন, নির্বাচনে পরাজিত হয়ে ধুনট পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ প্রতিবাদ সমাবেশে আসতে আপনাদের বাধা দিতে ব্যর্থ হয়েছে। পুলিশ দিয়ে সমাবেশ সংক্ষিপ্ত করা হয়েছে।
এসময় মেয়র মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বুধবার সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই