পাবনার ভাড়ারায় প্রতিপক্ষের গুলিতে আমিরুল ইসলাম (৩২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। রবিবার রাত সোয়া আটটটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকান্দা বাজারে এই হত্যাকান্ড ঘটে। নিহত আমিরুল কাথুলিয়া গ্রামের মন্তাজ ব্যাপারীর ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, রাত সাড়ে আটটটার দিকে সদর উপজেলার আতাইকান্দা বাজারে আমিরুলসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিল। এ সময় ৮/১০ জনের একদল সশস্ত্র ব্যাক্তি এসে আমিরুলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় অন্যরা আত্মগোপন করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই আমিরুল মারা যায়।
পাবনা সদর থানার ওসি মো. নাছিম আহমেদ আরও জানান, খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে রওনা দিয়েছি। তবে এলাকাটি দুর্গম ও সন্ত্রাস কবলিত। কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব বিরোধ চলছিল ওই এলাকায়।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ বলেন, আমিরুল দীর্ঘ দিন ধরে আমার সাথে রাজনীতি করে আসছে, সে একজন নিরীহ মানুষ, তার ছেলে সন্তান এখন এতিম হয়ে গেল। তাকে হত্যা করা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
বিডি প্রতিদিন/এ মজুমদার