২২ জুন, ২০২১ ২০:১৯

মোংলায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:

মোংলায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে একটি লাইটার কার্গো জাহাজ থেকে পড়ে নিখোঁজের ৩০ ঘণ্টা পর জাবের আলীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। মঙ্গলবার (২২ জুন) বিকেলে পশুর নদীর লাউডোব খেয়াঘাট থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। জাবের আলী ওই কার্গো জাহাজে লস্কর হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইলের চুনখোলা গ্রামে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোংলা ইডিজেড স্টেশন কর্মকর্তা আরশাদ আলী বলেন, সোমবার (২১ জুন) দুপুরে লাইটার কার্গো জাহাজটির নোঙ্গর তুলতে গিয়ে নদীতে পড়ে লস্কর জাবের আলী নিখোঁজের খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলও আমাদের সাথে উদ্ধার কাজে অংশ নেয়। মঙ্গলবার বিকেলে ডুবে যাওয়া স্থানের অদূরে লাউডোব খেয়াঘাট থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২১ জুন) দুপুরে মোংলা বন্দর পশুর নদীর লাউডোবে বয়ার সাথে বেধে রাখা জাহাজের রশী খুলতে গেলে নদীতে পড়ে নিখোঁজ হয় জাবের। নিখোঁজের পর-পরই মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও পুলিশ লস্কর জাবেরকে উদ্ধারে অভিযান শুরু করে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর