রংপুরের হারাগাছে সারাঙ্গপুর নামক স্থানে সোমবার সকালে হারাগাছগামী মিনি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোচালক তুরাগ (১৮) নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন- নতুন বাজারের সুমাইয়া আক্তার সোমা (১৬), দালালহাট স্কুলপাড়ার রিজু মিয়া(৪৫)। দুর্ঘটনার পর অটোচালক তুরাগসহ সকলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তুরাগ মারা যান। তুরাগের বাবা জলিল মেকার ও হারাগাছ থানার ওসি রেজাউল করিম তুরাগের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, মিনি ট্রাক ও অটো রিকশা থানা হেফাজতে রয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম