লক্ষ্মীপুরে বেকার, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে এনজিও সংস্থা জেমস এর মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রাল এর আর্থিক সহায়তায় ১টি সেলাই মেশিন, ১ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ১৫০ জনকে কম্বল দেওয়া হয়।
রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রাল এর সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঞা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দীন বাবলু, এসিস্ট্যান্ট গভর্নর চঞ্চল দে সরকার, ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ