কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার নাথেরেপটুয়া ইউনিয়নের কান্দি বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্য একজন নারী ও একজন শিশু বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাদের মধ্যে মাইশা নামক শিশুর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, উপজেলার কান্দি বেপারী বাড়ির জনৈক নারী বার্ধক্যজনিত কারণে মুমূর্ষু অবস্থায় থাকায় তাকে বিভিন্ন স্থান থেকে স্বজন ও প্রতিবেশিরা দেখতে আসছেন। বিকেলে ওই বাড়ির আমির হোসেনের মালিকানাধীন ভবনের ছাদে কয়েকজন শিশু খেলাধূলা করতে করছিল। একপর্যায়ে তারা গাছ থেকে আম পাড়তে গেলে ওই বাড়ির মাসুদ আলমের ছেলে নাজমুল হাসান (১০) ভবনের ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় গুরুত্বর আহত এক নারী ও অন্য দুই শিশুকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে সন্ধ্যার পর একই বাড়ির রিপন মিয়ার মেয়ে রিংকি আক্তার (১২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। আহত নারীর অবস্থা উন্নতির দিকে থাকলেও মাইশা নামক শিশুর শিশুর সংকটাপন্ন বলে জানা গেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এস.আই সুজয় কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে নিহত শিশু নাজমুল হাসানের সুরতহাল রিপোর্ট তৈরি করি। এসময় অন্যদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে রিংকি আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
বিডি প্রতিদিন/এএম