জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যে ও ষড়যন্ত্রমূলক দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।
আজ শুক্রবার সন্ধ্যায় জেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে জেলা জাপার সদস্য সচিব জাহিদ হাসান লিমনের নেতৃত্ব জিএম কাদেরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের মুল মুল সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে এসে সমাবেশ করে, সমাবেশে জেলা জাপার বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।
বক্তব্যে জাপা নেতারা বলেন, জিএম কাদের দেশের সবচেয়ে পরিছন্ন রাজনৈতিক নেতা। তার কাজ ও দক্ষতায় ঈর্ষান্বিত হয়ে পথভ্রষ্ট গুটিকয়েকজন নানা ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় তারা মিথ্যা মামলা দিয়েছে। এ-সময় মিথ্যা মামলা আগামী ২০ নভেম্বর এর মধ্যে প্রত্যাহার না করা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন করা হবে বলেও হুশিয়ারী দেন তারা।
বিডি প্রতিদিন/এএ