বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাছাই ক্রিকেট লিগের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার সকালে বাছাই লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও লিগ কমিটির আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি, সংস্থার নির্বাহী সদস্য জুলফিকার রহমান শান্ত, জামিলুর রহমান জামিল, শফিকুল ইসলাম বাবু, আল-রাজি জুয়েল, শহিদুল ইসলাম স্বপন, জাকিয়া সুলতানা আলেয়া, সাবেক নির্বাহী সদস্য আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল প্রমুখ।
উদ্বোধনী খেলায় সোনালী অতীত সংসদ ৫২ রানে এফ সি সি ক্লাবকে পরাজিত করে। টসে হেরে সোনালী অতীত সংসদ প্রথমে ব্যাট করে ২৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। দলের পক্ষে কাব্য-৪১, মাহমুদুল্লাহ-২৩, কিরন-১৩ রান করে। প্রতিপক্ষের বোলার আরাফাত-৪টি, আকাশ-২টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে এফসিসি ক্লাব ১৯.৩ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৫রান করে। দলের পক্ষে মাফি-১৩, সাহস-১০ রান করে।
প্রতিপক্ষের বোলার কাব্য-৩টি, কিরন-২টি করে উইকেট লাভ করে। খেলায় সোনালী অতীত সংসদের কাব্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। আজকের খেলা পরিচালনা করেন- বিপুল, গৌরাঙ্গ।
বিডি প্রতিদিন/আরাফাত