দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘নেতৃত্বশূন্য বিএনপির ক্ষমতার স্বপ্ন নাটাইবিহীন ঘুড়ির মতো।’
আজ শুক্রবার বাঞ্ছারামপুর সরকারি এমএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে “ড. ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি তাজুল ইসলাম বলেন, ‘ইয়াতিমের টাকা মেরে বিদেশের মাটিতে বসে বিদেশিদের ধারে ধারে ঘুরছে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। ক্ষমতার লোভে যত ষড়যন্ত্রই করুক না কেন বাংলার মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দেবে। বিশ্বমাবনতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থাশীল। বাংলার জনগণ আওয়ামী লীগের হাতেই দেশকে অধিক নিরাপদ মনে করে।’
তিনি বলেন, ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। বাংলার ক্রীড়াবিদরা বিশ্বজুড়ে সমাদৃত। আজ দেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।’
উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল-রহমান জনি, সাংগঠনিক সম্পাদক একেএম শহীদুল হক বাবুল, সাংস্কৃতিক সম্পাদক এবিএম মাহবুবুর রহমান উজ্জল, ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া প্রমুখ।
এর আগে তিনি বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে যোগদান করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ