বাগেরহাট প্রতিপক্ষ দলের গুলিতে নিহত জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নুরে আলম তানু ভুঁইয়ার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাসমিমের (৯) সব খরচও বহন করবে জিয়াউর রহমান ফাইন্ডেশন।
শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায়তানু ভুঁইয়ার বাড়ীতে গিয়ে তার স্ত্রী কানিজ ফাতেমা রাখি, একমাত্র মেয়ে তাসমিমসহ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে কেন্দ্রীয় বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়েদুর ইসলাম একথা বলেন।
নিহত তানু ভুঁইয়ার পরিবারের সদস্যদের সাক্ষাত কালে বিএনপির এই কেন্দ্রীয় নেতার সাথে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক রায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, প্রকৌশলী মাসুদ রানা, ওয়াহিদুর রহমান পল্টু, সৈয়দ নাসির আহমেদ মালেক, ডা. আব্দুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজন মোল্লা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি এম এ রাজ্জাক সুমনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. ওবায়েদ বাগেরহাট শহরের সরুই সরকারী কবরস্থানে গিয়ে নিহত জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তানু ভুঁইয়ার কবর জিয়ারত করেন।
বিডি প্রতিদিন/হিমেল