বিশেষ অভিযানে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি শ্রী জুয়েলচন্দ্র ওরফে হাড়ী জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১ টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন ও ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কালিতলা হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়েল (৪২) সাবগ্রাম মালিপাড়ার মনোরঞ্জন ওরফে কালিপদের পুত্র।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম জানান, এ বিষয়ে বগুড়া সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামি জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল এর বিরুদ্ধে ইতি পূর্বে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল