ঢাকা-সিলেট মহাসড়কে রবিবার অভিযান চালিয়ে বিপুল ভারতীয় গাঁজা উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
জানা গেছে, দুপুর প্রায় সোয় ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু রাজধানী ঢাকায় মাদক পাচার হচ্ছে- এমন সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে মহাসড়কের আশুগঞ্জ এলাকার সোপান ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টর ফেলে গাড়ির চালক পালিয়ে যায়। পরে গাড়িতে বিশেষ কায়দায় রক্ষিত বিভিন্ন প্যাকেটে ভারতীয় ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ মহাসড়ক ব্যবহার করে কোনও প্রকার মাদক পরিবহন করতে দেবে না খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কালাম