রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজসহ সদস্য ও সংরক্ষিত সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার দুপুরে আলোচনা সভার মধ্যে দিয়ে জেলা পরিষদ ভবনে প্রবেশ করেন তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, সালমা চৌধুরী রুমা, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র, আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলিউজ্জামান চৌধুরী টিটো, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন।
দায়িত্বভার গ্রহণকালে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য গোবিন্দ কুন্ডু, মো. আজম আলী মন্ডল, মো. ইউনুছ আলী, মো. ইউসুফ হোসেন, মো. বারিক বিশ্বাস, সংরক্ষিত নারী সদস্য সফুরা খাতুন, সাহানা বেগম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ