চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ হওয়া আন্তঃনগর ট্রেন পদ্মা ও ধুমকেতু’র সংযোগ হিসেবে কমিউটার ট্রেনসহ ৫ জোড়া ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ'র নেতৃবৃন্দ। এছাড়াও বনলতা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এবং রেল স্টেশনের উন্নয়নের দাবি জানানো হয়েছে।
রবিবার বেলা ১১টায় জাসদ চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার আয়োজনে রেল ষ্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক আবু হেনা বাবলু, জাসদ নেতা হেলাল উদ্দিন, কর্ণেল তাহের সংসদের জেলা সভাপতি নিয়ামুল হক, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম