শিরোনাম
- গুরুত্বপূর্ণ ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
- কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ
- শক্তিশালী ঘূর্ণিঝড়ে ভিয়েতনামে নিহত ১৩
- ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
- বিশ্ব হার্ট দিবসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
- অনলাইনে জুয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক বদলির জন্য শূন্যপদের তথ্য চেয়ে চিঠি
- কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত
- সত্যিই কি রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন?
- বিমান বাহিনীর সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ
- আগাম টমেটো চাষে সফল কৃষক মোবারক
- আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান
- যত দ্রুত সম্ভব ট্রফি ও মেডেল ভারতে পাঠিয়ে দিন, নাকভিকে বিসিসিআই
- বিক্ষোভ-সহিংসতার জেরে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা
- শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত উদ্যোগের আহ্বান
- মালয়েশিয়ায় জমকালো বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
- নারায়ণগঞ্জে কারখানা পরিদর্শনে শিল্প পুলিশ প্রধান
- নয়াদিল্লির তিন শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি
- নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনা হচ্ছে : হাফিজ
- সাকিব বিষয়ে যা বলেছিল ডিবি, মুখ খুললেন মেঘনা আলম
বাঘায় বিএনপি নেতাকর্মীদের নামে পুলিশের মামলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীর বাঘায় চারটি ককটেল ও শতাধিক বাঁশের লাঠি উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ককটেল ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়। বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার নাসিম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দোস্তল হোসেনকে।
পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কিছু নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে নাশকতা করার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ও ককটেল মারতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পাল্টা প্রতিরোধ গড়লে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি তাজা ককটেল ও শতাধিক বাঁশের লাঠি উদ্ধার করে।
বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু বলেন, বিষয়টি পুলিশের সাজানো নাটক। রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। এই সমাবেশে যাতে দলীয় নেতাকর্মীরা অংশ নিতে না পারে, সেজন্য পুলিশ পরিকল্পিতভাবে এসব করছে। রাত ১০টার সময় ককটেল ফাটিয়ে বিএনপির নেতা-কর্মীর নামে নাশকতার মিথ্যা অভিযোগ এনে হয়রানি মূলক মামলা করছে।
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বিএনপির লোকজন নাশকতার পরিকল্পনা করছিলো। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর ইট পাটকেল ও ককটেল মারতে শুরু করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পাল্টা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় কেশবপুর স্কুল মাঠ থেকে ৪টি তাজা ককটেল ও শতাধিক বাঁশের লাঠি উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর