কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভাই ও ভাতিজার পিটুনিতে আজিজুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকালে এ উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজিজুল হক ও তার বড় ভাই ফজল হক (৬৫) চর বলদিয়া গ্রামে পরিবারসহ পাশাপাশি দুই বাড়িতে বসবাস করতেন। গত দুদিন আগে আজিজুল হকের বাড়ি থেকে কয়েক হাজার টাকা হারিয়ে যায়। এ ঘটনায় আজিজুল তার বড় ভাইয়ের ছেলে ও ছেলের বউকে সন্দেহ করেন। পরে সেই হারানো টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তাদের নিকট দাবি করেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েকদিন ধরে বাকবিতন্ডা চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে আজিজুল আবারও তার বড় ভাইয়ের পরিবারকে টাকা চুরির দায় দিয়ে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। এসময় তার বড় ভাই ফজল তার দুই ছেলে সোহেল (৩৫) ও রতন (২৪)সহ গিয়ে আজিজুলকে কিলঘুষি মারতে থাকেন। এতে ওই পিটুনিতে আজিজুল হক মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই তার মৃত্যু ঘটে। এরপরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ঘটনার পর অভিযুক্ত ফজল ও তার দুই ছেলেসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানা যায়।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ