ঝিনাইদহে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ও ভায়না ইউনিয়নের বিভিন্ন স্থানে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। নিজস্ব অর্থায়নে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকি এ শীত উপহার বিতরন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ওসি সাইফুল ইসলাম, জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুসহ অনেকে। এদিকে সকাল থেকে কম্বল নিতে ভীড় করেন আশপাশের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষেরা। পরে তারা কম্বল নিয়ে খুশী মনে বাড়ী ফিরে যান।
বিডি প্রতিদিন/এএ