ফরিদপুর উপজেলায় গাড়ির ধাক্কায় আরিফ হোসেন (৩৪) নামে এক যুবক মারা গেছেন। সোমাবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার বগাইল ফ্লাইওভারের নিচের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারিডাঙ্গী গ্রামের মো. হাসেম মাতুব্বরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম।
তিনি জানান, নিহত আরিফ হোসেন মোটরসাইকেল নিয়ে ভাঙ্গার দিকে আসছিল। পথে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই