বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে উপজেলা চত্বরে দু'দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়াম্যান ফাহিমা খানম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।
এবারের বিজ্ঞান মেলায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের আবিষ্কার নিয়ে স্টল সাজিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম