টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের আসাম প্রদেশের আইনসভার উচ্চ পর্যায়ের ৫৮ সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল।
আজ সোমবার বেলা ১১ টায় ৫৮ সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল আসামের স্পিকার শ্রী বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ভারতের আসাম প্রদেশের সংসদীয় প্রতিনিধি শ্রী দেবব্রত শাইকিয়া, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম সহ আসামের আইনসভার সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন