বাগেরহাটের মোংলায় মাছ ধরতে গিয়ে পশুর নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর জেলে বশির শেখের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে মোংলার পশুর নদীর কানাইনগর এলাকার ভেসে ওঠলে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শুক্রবার রাত ১১টায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জেলে বশির শেখ। তিনি বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার তৈয়ব আলি শেখের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে নদীতে নিখোঁজ হওয়া জেলে বশিরের মরদেহ সোমবার সকালে পশুর নদীর কানাইনগর এলাকা থেকে উদ্ধার হয়েছে। এখন পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই