নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুর থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে ঘুরতে আসা এক কিশোরীকে তিন দিন আটকে রেখে ধর্ষণের দায়ে করা মামলায় শুভ চন্দ্র দাস (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার গভীর রাতে শহরের ডনচেম্বার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শুভ শহরের দেওভোগ মাদ্রাসা এলাকার জাপানী বাড়ির হরি চন্দ্র দাসের পুত্র। সে শহরের খানপুর বরফকল মাঠ সংলগ্ন এলাকার মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাঢ়া পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, রবিবার গভীর রাতে গণধর্ষণ মামলার আসামি শুভকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কিশোরীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনায় গত ৮ নভেম্বর দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনের নামে মামলা দায়ের করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল