বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত উজ্জ্বল কুন্ডু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার রাতে রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উজ্জ্বল কুন্ডু উপজেলার দলদাহ গ্রামের পুলিন বিহারী কুন্ডুর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এসআই রিফাজের নেতেৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উজ্জ্বল কুন্ডুকে গ্রেফতার করে। গ্রেফতার উজ্জ্বল চেক প্রতারণা মামলায় ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি ও তার বিরুদ্ধে আদালতের ৫ লাখ টাকা জরিমানার আদেশ রয়েছে। আটক উজ্জ্বলকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই