মুন্সীগঞ্জ সদরে চরঝাপটা এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধ-শতাধিক ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে স্থানীয় দক্ষিণ চরমশুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাঠদান না করেই ছুটি দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বিদ্যালয়টিতে কোনো পাঠদান হয়নি। এর আগে রবিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামে বিবদমান দুটি পক্ষ মন্টু দেওয়ান ও নান্নু মিজি গ্রুপের সাথে জিন্নত মিজি ও নাজমুল প্রধান গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় অর্ধ-শতাধিক ককটেল বিস্ফোরণ, ৪০ বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য মন্টু দেওয়ানের সাথে জিন্নত মিজি ও নাজমুল প্রধান গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় আওয়ামী লীগের সমর্থক। রবিবার রাত ৯টার দিকে মন্টু দেওয়ান ও তারপক্ষের নান্নু হাজী, দ্বীন ইসলাম ও ইউসুফ আলীর নেতৃত্বে প্রতিপক্ষ জিন্নত মিজি ও নাজমুল প্রধান গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে বলে অভিযোগ উঠেছে।
এসময় দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গ্রামে আতঙ্ক সৃষ্টি করে প্রায় ৪০টি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। এ ঘটনার পর থেকে গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এদিকে সোমবার সকালে এলাকায় থমথমে অবস্থা থাকায় আবারো সংঘর্ষের আতঙ্কে পাঠদান না করে স্কুল ছুটি দেওয়া হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে দুইপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।
দক্ষিণ চরমশুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল তালুকদার জানান, সকালে সব শিক্ষকরাই বিদ্যালয়ে আসে। দুইপক্ষের সংঘর্ষের কারণে এলাকায় থমথমে পরিস্থিতি ছিল, অনেক কম শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়। ১১টার দিকে স্থানীয় কয়েকজন এসে জানায় আবারো ঝামেলা হতে পারে। এজন্য শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে পাঠদান বন্ধ করে ছুটি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, এর আগেও এমনভাবে বিদ্যালয় বন্ধ করতে হয়েছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে আগামীতেও পাঠদান ব্যাহত হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, দুইপক্ষের সংঘর্ষের খবর পাওয়ার পরপরই রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনো পক্ষ থেকে সোমবার বিকেল পর্যন্ত লিখিত অভিযোগ করা হয়নি। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চলছে।
বিডি প্রতিদিন/এমআই