দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ মারা গেছেন। ঢাকা মেজিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাইদুর রহমান।
আসাদুজ্জামান আসাদের বাড়ি যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায়। শহরে তিনি বুনো আসাদ নামে বেশি পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, বোমাবাজি, চাঁদাবাজিসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আসাদের ছোট ভাই সাইদুর রহমান জানান, ৮ নভেম্বর সন্ধ্যায় যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে দুর্বৃত্তরা তার ভাই আসাদকে ছুরিকাঘাত করে। এরপর তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। এ ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে হয়ে চারজনের নাম উল্লেখ করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, আসাদ মারা গেছেন বলে জানতে পেরেছি। এ মামলায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম