পাবনা শহরের খেয়াঘাট সড়কে ককটেল বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনায় বিএনপির সাত নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শত নেতাকর্মীর নামে নাশকতার অভিযোগে মামলা করেছে পুলিশ।
রবিবার দুপুরে পাবনা শহরের খেয়াঘাট সড়কে বিএনপির একাংশের অফিস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ওই এলাকা থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (সাদর সার্কেল) রোকনুজ্জামান সরকার জানান, নাশকতার অভিযোগে সদর থানায় এই মামলা দায়ের হয়। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
দায়েরকৃত মামলার আসামিরা হলেন-জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন, পাবনা জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক তরুণ।
বিডি প্রতিদিন/এমআই