বগুড়া সারিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সারবীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারবীজ বিতরণের উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
সার ও বীজ বিতরণপূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, উপজেলার ১৫০০ কৃষকের প্রতি জনকে ২০ কেজি গমবীজ ও ২০ কেজি সার, ৬০০ কৃষকের প্রতি জনকে ২ কেজি ভুট্টাবীজ ও ৩০ কেজি সার, ৩২০০ কৃষকের প্রতি জনকে ২ কেজি সরিষা বীজ ও ২০ কেজি সার, ২০ জন কৃষকের প্রতি জনকে ৫ কেজি মসুর কলাইবীজ ও ২০ কেজি সার, ৬০ জন কৃষকের প্রতি জনকে ১ কেজি পিঁয়াজবীজ ও ২০ কেজি সার, ৩০ জন কৃষকের প্রতি জনকে ১ কেজি সূর্যমুখীবীজ ও ১৫ কেজি সার এবং ৫০ জন কৃষককে মুগের ডালবীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ১২০০ জন কৃষকের প্রতি জনকে লালশাক, ডাঁটাশাক, মুলাশাক, পালংশাকসহ বিভিন্ন ধরনের সবজির বিজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম