বান্দরবানের আলীকদম উপজেলায় মিনিট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম তৃষা মনি (৪)। সোমবার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তৃষা মনি একই এলাকার জাহেদ ইসলাম ও নার্গিস আক্তার দম্পত্তির সন্তান।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাতক মিনিট্রাকের (ডাম্পার) ড্রাইভার আবদুল হামিদ আলীকদম উপজেলার বাসিন্দা। ঘাতক মিনিট্রাকটি আটক করার জন্য আলীকদম থানা কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার কার্যক্রম চলমান রয়েছে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএম