আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে বগুড়ায় প্রস্তুতি শুরু হয়েছে। মহাসমাবেশ সফল করতে বিএনপির নেতাকর্মীরা দলে দলে যোগ দিতে বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। যানবাহন বন্ধ হলেও তারা যেন নেতাকর্মীরা নিয়ে সমাবেশে যোগ দিতে পারে সে প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। বিএনপির রাজশাহী মহাসমাবেশ সফল করতে বগুড়ার লক্ষাধিক নেতাকর্মী যোগ দেবে।
জানা যায়, আগামী ৩ ডিসেম্বর দুপুরে রাজশাহী মহানগর এলাকার মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশ সফল করতে বগুড়া জেলা বিএনপি নানা প্রস্তুতি গ্রহণ করেছে। সোমবার বেলা ৩টায় জেলা শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু জানান, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠিতব্য দলের বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের পরিকল্পিতভাবে গ্রেফতার করা হচ্ছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা জানান, বগুড়া থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর বহর নিয়ে সমাবেশে যোগ দিব। যদি যানবাহন বন্ধ করে দেয়া হয় তাহলে ভিন্ন উপায়ে এই মহাসমাবেশে যোগ দেয়া হবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, যে কোন নাশকতা, ভাংচুর ও অগ্নিসংযোগ মোকাবেলায় গোয়েন্দা সংস্থার সকল সদস্য ২৪ ঘন্টা মাঠে কাজ করছেন। তাদের তথ্য মতে আমরা সব সময় প্রস্তুত আছি। বগুড়াতে কোন অপ্রীতিকর ঘটনা বা নাশকতা করতে দেয়া যাবে না। কেউ যদি এসব করতে চায় তাহলে আমরা কঠোর হস্তে তা দমন করবো।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, যানবাহন বন্ধ হলেও বিএনপির নেতাকর্মীরা প্রয়োজনে পায়ে হেঁটে সমাবেশে যোগ দেবে। রিক্সা, ভ্যান দিয়ে হলেও সমাবেশে যোগ দিবে। তারা বলছেন, প্রয়োজন হলে সমাবেশের আগের দিনে বিএনপি নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবে।
বিডি প্রতিদিন/এএম