ময়মনসিংহের ফুলপুরে ২৬ নেতাকর্মীর নামে ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার ফুলপুর থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলামকে আটক করা হয়েছে।
জানা যায়, ২২ নভেম্বর ফুলপুর উপজেলা বিএনপির কর্মীসভায় যোগদান করতে আসার পথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এর প্রেক্ষিতে অটো চালক মাহমুদুল হক স্বপন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ