দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ডীন, রেজিস্ট্রার, পরিচালক, হল সুপার, প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাগণের অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এসময় হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান, সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ