পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের পর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে স্কুলশিক্ষার্থী বাবা। এদিকে মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে স্থানীয় একটি মহল। তবে এ ঘটনায় অবিযোগ দেওয়ার একদিন পার হলেও, থানায় মামলা হয়নি। তবে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছেন। এরপরই ভুক্তভোগী এবং অভিযুক্তকে থানায় ডাকা হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ভুক্তভোগী মেয়েটির বাবা লিখিত অভিযোগে জানান, গত ২ মে উপজেলার কালাইয়া গ্রামের প্রতিবেশী হৃদয় বেপারী (২০) তার মেয়েকে একই গ্রামে হৃদয়ের বোনের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সেখানে নিয়ে ধর্ষণ করে। আর হৃদয়কে সহযোগীতা করে তার ভগ্নিপতি সুব্রত সরকার। এ সময় মেয়েটির আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে হৃদয়। তবে লোক লজ্জার ভয়ে ভুক্তভোগী মেয়েটি এ বিষয়টি কারও কাছে প্রকাশ করেনি।
তবে সর্বশেষ ওই মেয়েটির নামে একটি ফেসবুক একাউন্ট খুলে হৃদয় সেখানে তার আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। পরবর্তীতে গত ২০ নভেম্বর মেয়েটির পরিবারের সদস্যদের বিষয়টি দৃষ্টিগোচর হলে, তারা এটি লিখিতভাবে ইন্দুরকানী থানায় অবহিত করে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা নেয়নি পুলিশ। ভুক্তভোগী মেয়েটির বাবা জানান, এ ঘটনায় তিনি পরশু থানায় অভিযোগ দিয়েছেন, কিন্ত মামলা হয়নি। আজ বৃহস্পতিবার মামলা হতে পারে বলে থানা থেকে বলেছে। এদিকে এ বিষয়ে অভিযোগ করায় তাকে হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ