৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার হওয়ার পর এবার ২০ পিস নিয়ে গ্রেফতার হলেন বগুড়ার আদমদীঘির সান্তাহারের ফার্মেসি মালিক রাকিবুল ইসলাম রাকিব (৪০)।
গ্রেফতার রাকিবুল উপজেলার ছাতনী ঢেকড়া গ্রামের আমিনুল হকের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার সান্তাহার সোনারবাংলা মার্কেটের পশ্চিমে তাছিন ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তাছিন ফার্মেসির সত্তাধিকারি রাকিবুল ইসলাম রাকিব ওষুধের দোকানের আড়ালে দেদারছে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছিলেন। গত বছরের ২২ ডিসেম্বর দোকানে বিক্রির সময় তার বাবা ও দুই কর্মচারি গ্রেফতার হয়। এরপর চলতি বছরের ১৫ জুলাই একই অভিযোগে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করে পুলিশ। এর মাত্র চার মাসের ব্যবধানে বৃহস্পতিবার সকালে ফের ২০পিস ট্যবলেটসহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, রাকিবুল চিহ্নিত মাদক কারবারি। মাত্র চার মাস আগে পুলিশ তাকে গ্রেফতার করে। জামিনে মুক্ত হয়ে তিনি আবারো দোকান থেকে ট্যাপেন্টাডল বিক্রি শুরু করেন। এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে ধরা পড়েন। দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন