কুষ্টিয়ার কুমারখালীতে নারীদের পুষ্টি চাহিদা মেটানো ও স্বাবলম্বী করতে ৬০ হাজার পিছ মনোসেক্স তেলাপীয়া মাছের পোনা, এক হাজার ২৫০ কেজি প্লেট খাবার ও ১০টি সাইনবোর্ডে ১০ জন নারী প্রদর্শনী খামারির মাঝে প্রদান করা হয়েছে। উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কার্যালয় আয়োজনে এবং ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম (এনটিপি -২) প্রকল্পের আওয়াতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা মৎস্য কর্মকর্তা নিপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, নারীদের পুষ্টি চাহিতা মিটাতে এবং স্বাবলম্বী করতে প্রত্যেক নারী প্রদর্শনী খামারীকে ৬ হাজার পিছ করে মনোসেক্স তেলাপীয়া মাছের পোনা, ১২৫ কেজি করে প্লেট খাবার ও একটি করে সাইনবোর্ড প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম