দীর্ঘ ১৯ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকালে সাবেক উপজেলা আ.লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকেরকে পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আ.ফ.ম বাবুকে নির্বাচিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নানা রঙের টি-শার্ট, টুপি, ব্যানার,ফেস্টুন নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সম্মেলন স্থলে এসে জড়ো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্লাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার রুহুল আমিন, ফুয়াদ হোসেনসহ আরও অনেকে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আলহাজ মুমিনুল ইসলাম বাকেরকে সভাপতি এবং আ.ফ.ম বাবুল বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল