রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও নবাবপুর ইউনিয়নের যৌথ আয়োজনে নবাবপুর ইউনিয়নের ২৪টি সুবিধাভোগী পরিবারের মধ্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করেন। এর আগে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সুফলভোগী বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন তিনি।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীর মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, চেয়ারম্যান আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ