রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দীন আনছার ক্লাব চত্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি আ. মমিন শেখের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এ সময় প্রধান বক্তা হিসাবে সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আল সিদ্দিকী হক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আ. ওয়াদুদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষসহ অনান্য নেতাকর্মীর বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে উপজেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হাবিবুর রহমানকে সভাপতি ও শামীম মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককর খান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ