রংপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর কাচারী বাজার এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এই মানববন্ধন হয়েছে। পরে এক আলোচনা সভায় রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওসারা পারভীনের সভাপতিত্বে এবং আরডিআরএস এর সিনিয়র নারী অধিকার কর্মকর্তা সমসেআরা বিলকিসের পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরী, নগরিক উদ্যোগের এরিয়া কো অডিনেটর শিল্পী শিকদার, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য সামসাদ বেগম গিনি, মহানগর সুজনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, পেশাজীবী ফোরাম রংপুরের সভাপতি শামীমা আক্তার শিরীন, রংপুর আরডিআরএস এর নারী অধিকার কো-অডিনেটর মেজবাহুন নাহারসহ অন্যান সংগঠনের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল