বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রামের শত কৃষককে সম্মাননা প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জেলার একশত কৃষকের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো. জাফর আলী।
এ সময় কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত, জেলা পরিষদ সদস্য মিনহাজুল ইসলাম আইয়ুব, সদস্য একরামুল হক বুলবুল, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল