সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পটুয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সকালে পটুয়াখালী শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দুপ্রক সভাপতি একেএম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান ও দুপ্রকের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিরাজ।
এসময় প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন