বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি দুটি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার সকালে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে হরিণের চামড়া উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার জানান, হরিণঘাটা খাল হয়ে একটি প্লাস্টিকের বস্তা ভর্তি কিছু অবৈধ জিনিস নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হরিণঘাটা খালে কোস্টগার্ডের আগমন টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বস্তা খুলে তল্লাশি করে চিত্রা হরিণের ২টি চামড়া পাওয়া যায়। হরিণের চামড়া পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের চামড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন