মহান মুক্তিযুদ্ধ এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রবীণ সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমানকে সংবর্ধনা জানিয়েছে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ। আজ মঙ্গলবার বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জুলফিকার আলী, আব্দুর রাজ্জাক শশী, আসমত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল