পাবনায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সাত বছরের শিশু সোয়াদের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণে ঈশ্বরদীতে শিশুটির বাড়ি পরিদর্শন করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধি দল। আইইডিসিআরের সায়েন্টিফিক অফিসার ডা. কাইয়ুমের নেতৃত্বে ঢাকা থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সোয়াদের বাড়িতে পৌঁছায়। এ সময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের সদস্যরা সোয়াদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খেজুরের রসের উৎস কোথা থেকে সংগ্রহ করে পান করে এ সমস্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত জানতে চান। তবে প্রতিনিধিদলের প্রধান ডা. কাইয়ুম গণমাধ্যমের কাছে এ বিষয়ে কিছু জানাননি। তিনি ঢাকায় ফিরে অফিশিয়ালি এ বিষয়ে জানানো হবে উপস্তিত সংবাদকর্মীদের নিশ্চিত করেন।
প্রসঙ্গত, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৩ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোয়াদ মারা যায়। সে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের সানাউল হোসেনের ছেলে।
বিডি প্রতিদিন/হিমেল