ফেনীতে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালত আগামীকাল বৃহস্পতিবার তাদের রিমান্ডের শুনানির দিন ধার্য করেছে।
নাশকতার পরিকল্পনায় একত্রিত হওয়ার অভিযোগে মঙ্গলবার বিকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ ফোকাস কোচিং সেন্টারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে পুলিশ প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন ও বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সদীপ কুমার দাশ জানান, নাশকতার পরিকল্পনার জন্য ফোকাস কোচিং সেন্টারে শিবির কর্মীরা একত্রিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলা করা হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আগামীকাল তাদের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আটককৃতদের সকলেই ফেনী জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলার বাসিন্দা। তাদের ফেনী মডেল থানায় প্রেরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল