১০ জুন, ২০২৩ ২০:৪৬

বৃষ্টির জন্য বীরগঞ্জে ইস্তিসকার নামাজ আদায়

দিনাজপুর প্রতিনিধি

বৃষ্টির জন্য বীরগঞ্জে ইস্তিসকার নামাজ আদায়

চলমান তাপদাহ থেকে মুক্তি পেতে রহমতের বৃষ্টির আশায় দিনাজপুরের বীরগঞ্জে সালাতুল ইস্তিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে দেশব্যাপী রহমতের বৃষ্টি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শনিবার সকাল সাড়ে দশটার সময় বীরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জের শান্তিবাগ জামে মসজিদের খতিব মো. খাদেমুল ইসলাম নামাজে ইমামতি করেন। নামাজে বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান দেন কেন্দ্রিয় মসজিদের ইমাম হাফেজ মো. জাহেদুল ইসলাম। এসময় তিনি বলেন, রাসূল (সা.) অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের জন্য সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার সালাত আদায় করেছিলেন। বর্তমান বাংলাদেশে অনাবৃষ্টি দেখা দিয়েছে। এ কারণে মহান আল্লাহর রহমতের বৃষ্টির আশায় আমরা খোলা মাঠে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি। মহান আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদের মনের আশায় অবশ্যই পূরণ করবেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর