নিজ বাড়ির পিছনে পুকুরে থেকে ফৌজদার মিয়া (৪৫) নামের এক চা দোকানদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে নেত্রকোনা সদর উপজেলার কে গাতি ইউনিয়নের বোবাহালা গ্রামে ফৌজদারের বাড়ির পিছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করে নেত্রকোনা মডেল থানার পুলিশ। তিনি বোবাহালা গ্রামে চায়ের দোকানি ছিলেন।
মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে ১২ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় ফৌজদার মিয়া। পরে আর ফিরেনি বলে জানায় তার পরিবার। এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি শেষে বুধবার নিজ বাড়ির পিছনে পুকুরে ভেসে থাকা লাশ দেখে থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ফৌজদার বোবাহালা গ্রামেয় মৃত হোসেন আলীর ছেলে।
বিডি প্রতিদিন/এএম