গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে খুলনা মহানগর ও জেলা বিএনপি। বুধবার মিছিল পূর্ব সমাবেশে মহানগর বিএনপি আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই খুন ও গুম করতে সরকারের বুক কাঁপে না। জবাবদিহিতা থাকলে সরকার এ ধরণের ঘৃণিত অপরাধ করার সাহস পেতো না।
জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, স ম আ রহমান, খান জুলফিকার আলী জুলু, এস এ রহমান বাবুল, কাজী মাহমুদ আলী।
বিকেল ৪টার পর থেকেই বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মৌনমিছিল সহকারে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। সংক্ষিপ্ত সমাবেশে চলাকালে নেতাকর্মীরা রাজপথে স্লোগান দেয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মৌন মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা কালেক্টর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ