৩০ অক্টোবর, ২০২৩ ১২:২৪

রাজবাড়ীতে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

বিএনপি-জামায়াত চক্রের সারাদেশে হত্যা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা বার এসোসিয়েশেনের প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক অ্যাড. আবু বক্কর মিয়া সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম, জেলা বারের সহ সভাপতি অ্যাড. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. উজির আলী শেখ, রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জিপি অ্যাড. আনোয়ার হোসন ও প্রবীন আইনজীবী শফিকুল আজম মামুন বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বারের তরুন আইনজীবী অ্যাড. আশরাফুল ইসলাস আশা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর